কোটলায় ভারতের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়লেন উসমান খোয়াজা

Suman Majumder Wed, 13 Mar 2019-7:36 pm,

মোহালির পর কোটলা। উসমান খোয়াজা আরও একবার অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। কোটলায় ১০৬ বল খেলে করলেন ১০০। সঙ্গে ১৭ বছরের পুরনো এক রেকর্ড ভাঙলেন। আবার বিশ্বরেকর্ডও করলেন। 

চলতি সিরিজে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছেন খোয়াজা। ভারতের বিরুদ্ধে এক সিরিজে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যান এখন খোয়াজা। চলতি সিরিজে তিনি ৩৮৩ রান করেছেন। এর আগে ২০১৫ সালে এবি ডিভিলিয়ার্স ৩৫৮ করেছিলেন। এবিকে টপকে বিশ্বরেকর্ড করলেন খোয়াজা। 

২০০২ সালে ক্রিস গেইল ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে চারটি অর্ধশতরান বা তার থেকে বেশি রানের ইনিংস খেলেছিলেন। সেই রেকর্ডও ভেঙে ফেললেন খোয়াজা। 

কোটালায় ভারতের বিরুদ্ধে ২৭২ রানের লক্ষ্যমাত্রা খাঁড়া করেছে অস্ট্রেলিয়া। খোয়াজা ছাড়া রান পেয়েছেন হ্যান্ডসকম্ব (৫২)। 

খোয়াজা একদিনের ক্রিকেটে দুটি সেঞ্চুরির মালিক। আর দুটিই ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link