মল্লিকবাজারে পুলিসকে ধাক্কা মেরে হেলমেটহীন বাইক আরোহীদের তাণ্ডব!
নিজস্ব প্রতিবেদন: ঊষসীকাণ্ডের পর শহরজুড়ে হেলমেটহীন বাইকআরোহীদের ধরতে নাকা চেকিং শুরু করেছে পুলিস। এর মধ্যেই মল্লিকবাজারে বেপরোয়া বাইকের তাণ্ডব।
মল্লিকবাজার মোড়ে নাকা চেকিং করছে পুলিস। আর পুলিসকে দেখে পালানোর চেষ্টা করল বেপরোয়া বাইকবাহিনী।
তীব্র গতিতে সংবাদমাধ্যম ও পুলিসকে ধাক্কা মেরে এগিয়ে চলে বাইক।
কিন্তু তাল রাখতে না পেরে কিছু দূর গিয়ে পড়ে যান বাইক আরোহীরা।
সোমবার রাত জেডব্লু ম্যারিয়েট থেকে উবের ধরে বাড়ি ফিরছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত। ঠিক ১১টা ৪০ নাগাদ এক্সাইড মোড়ে তাঁর গাড়ির উপরে চড়াও হয় কয়েকজন বাইক আরোহী। চালককে মারধর করতে থাকে তারা। ঘটনায় গ্রেফতার করা হয় শেখ রোহিত, ফরদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, ইমরান আলি, শেখ ওয়াসিম ও শেখ আতিফকে। বুধবার তাদের জামিন মঞ্জুর করেছেন আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।