Uthan Ekadashi 2024: শিব আজ থেকে `লিভে`, ৪ মাস পরে ব্রহ্মাণ্ডকাজে জয়েন করছেন শ্রীবিষ্ণু! জানুন উত্থান একাদশীর আশ্চর্য মহিমা...

Soumitra Sen Tue, 12 Nov 2024-1:17 pm,

উত্থান একাদশীর একাধিক নাম-- প্রবোধিনী একাদশী, দেবোত্থানী একাদশী, উত্তরা একাদশী, হরিবোধিনী একাদশী। এটি কার্তিক মাসের দ্বিতীয় একাদশী। 

কথিত আছে, যিনি প্রবোধিনী (ভগবান যোগনিদ্রা থেকে উঠলে) একাদশীর উপবাস করেন, তিনি আর মাতৃগর্ভে প্রবেশ করেন না, মানে, তিনি আর এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হয় না!

বিশ্বাস, উত্থান একাদশীর উপবাস করলে সুমেরু পর্বতের সমান পাপ থাকলেও তা মুছে যায়। যখন কেউ এই উত্থান একাদশীর উপবাস কঠোরভাবে পালন করেন তখন তাঁর পূর্বপুরুষরা স্বর্গে যান, তাঁরা আধ্যাত্মিক দেহ লাভ করেন এবং বিষ্ণুলোকে চলে যান।

এছাড়াও যে কেউ উত্থানি একাদশীতে শ্রীহরির মহিমা জপ করেন, পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি ব্রাহ্মণকে শত শত গরু দান করার সমান সুফল পান। 

ভগবান ব্রহ্মাও এই একাদশীকে পাপমোচনকারী বলে বর্ণনা করেছেন।

যিনি এই একাদশীতে ভগবান হরির লীলাকীর্তন করেন, তাঁর নাম জপ করেন তিনি মহা পুণ্য লাভ করেন। মূলত স্কন্দপুরাণেই উত্থান একাদশীর সমস্ত মহিমা লিখিত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link