কনট্যাক্টলেস ডেবিট কার্ড ব্যবহারের কী কী সুবিধা জানেন?
এ বার শেষ হওয়ার পথে চিরাচরিত ডেবিট কার্ডের জমানা। কারণ, সেই জায়গা দখল করছে কনট্যাক্টলেস ডেবিট কার্ড। সম্প্রতি নতুন প্রযুক্তির এই কার্ড চালু করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। চিরাচরিত ডেবিট কার্ড আর কনট্যাক্টলেস ডেবিট কার্ডের মধ্যে ফারাকটা কোথায়?
পুরনো কার্ডের মতো নতুন এই কার্ডকে এটিএম মেশিনে ঢোকাতে বা ‘সোয়াইপ’ করতে হবে না। এটিএম-এর নির্দিষ্ট স্থানে ছোঁয়ালেই টাকা তোলা বা জমা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। অনেকটা মেট্রো রেলের স্মার্ট কার্ডের মতো।
কনট্যাক্টলেস ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলা, জমা দেওয়া বা জিনিসপত্রের দাম মেটানোর যাবতীয় লেনদেন সারতে সময় লাগবে আগের থেকে অনেকটাই কম।
আপাতত কলকাতা, মুম্বই, দিল্লির রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল ও চেন্নাই-সহ দেশের মোট ৯টি শহরে নতুন এই কার্ড চালু করছে স্টেট ব্যাঙ্ক। পর্যায়ক্রমে তা আনা হবে অন্য শহরেও।
স্টেট ব্যাঙ্ক কতৃর্পক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন না নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হচ্ছে, ততদিন পুরনো কার্ডও বহাল থাকবে। গ্রাহকরা চাইলে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই কার্ড ইস্যু করতে কোনও ফি নেওয়া হবে না।