আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা, বলে দেবে এই পরীক্ষা!
আপনার ক্যান্সার আপনার আছে কিনা বা ক্যান্সার হতে পারে কিনা— তা এখন একটি পরীক্ষার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একদল গবেষক একটি দুর্দান্ত পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আগামী সাড়ে তিন বছরের মধ্যে আপনার ক্যান্সার হতে পারে কিনা!
QIMR বার্গহোফার মেডিক্যাল রিসার্চ ইনসটিটিউট ৪০ থেকে ৭০ বছর বয়সীদের ওপর পরীক্ষা চালিয়েছেন। আট বছর ধরে প্রায় ৪৫ হাজার মেলানোমা আক্রান্তদের নিয়ে কাজ করেছেন তাঁরা। মেলোনমা হল আঁচিলের মতো ত্বকের অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া কোষ।
এটি একটি অনলাইন টেস্টের মতো। যাতে সাতটি বিভিন্ন বিষয়ের নির্দিষ্ট কলাম পূরণ করতে হবে। যেমন, আপনার লিঙ্গ, স্কিনের ট্যান, আপনার শরীরে কতগুলি আঁচিল আছে, আপনার চুলের রঙ এবং আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন ইত্যাদি।
এই প্রশ্নোত্তরের জন্য এই অনলাইন টুল আপনাকে করা প্রশ্নের সহজ বিশ্লেষণ করে বুঝিয়ে দেবে যে ঠিক কী জানতে চাওয়া হয়েছে।
এই অনলাইন টেস্টের পর আপনি জেনে যাবেন, আপনি অধিক বিপদের ক্যাটাগরিতে না মাঝারি নাকি কম বিপদের ক্যাটাগরিতে পরেন।