চিনে নিন ৬টি এমন ফল যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক
বর্তমানের পৃথিবীর সবচেয়ে মারাত্মক ব্যাধি হল ক্যান্সার। কিছু ক্যান্সারের চিকিৎসা সম্ভব হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটি প্রতিকারের কোনও উপায় নেই। আর তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভাল। আসুন, জেনে নেওয়া যাক এমন ৬টি ফল, যেগুলি ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে।
আপেল। এই ফলটি আমাদের দেশে বারোমাসই পাওয়া যায়।
কিউয়ি। এই ফলটি যে কোনও বড় ফলের দোকানেই পাওয়া যায়।
কমলালেবু। এই ফলটি আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। বিশেষত, শীতকালে।
বেদানা বা ডালিম, এই ফলটিও প্রায় সারা বছরই পাওয়া যায়।
স্ট্রবেরি, এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। আমাদের দেশেও এখন এই ফলটির চাষ করা হয়। বাজারে এই ফলটি অনায়াসেই পাওয়া যায়।
আঙুর, এই ফলটি সারা বছরই পাওয়া যায় আমাদের দেশে।