#উৎসব: এবার পুজোর থিমে পরিযায়ী শ্রমিকদের `ভগবান` Sonu Sood, ইয়াস বিধ্বস্ত মানুষের জীবনযুদ্ধ
কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ। এবারের থিম- ইয়াস (Cyclone Yaas) পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার মানুষের জীবন।
মণ্ডপের প্রতিটি অংশে ধরা পড়েছে ইয়াস বিধ্বস্ত উপকূলের মানুষের জীবনের রোজকার যুদ্ধ।
একই মণ্ডপে দেখা গিয়েছে অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের 'ভগবান' হয়ে ওঠা সোনু সুদকেও।
অতিমারির ভয়াল কোপে কর্মহীন, অভুক্ত মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন বলি তারকা। সেই ছবি দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ।
সোনু সুদ ফাউন্ডেশনের অজস্র জনহিতকর কাজের মধ্যে কয়েকটি সকলের সামনে তুলে ধরা হয়েছে।
সাধারণত সুন্দরবন এলাকায় মা বনবিবির পুজো করেন সাধারণ মানুষ। যার বাহন বাঘ। সেই বনবিবির মন্দিরও রয়েছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের মণ্ডপে।
ইয়াস পরবর্তী সময়ে জঙ্গল থেকে কাঠ এনে কোনরকমে রান্না করছে সাধারণ মানুষ।