#উৎসব : পুরনো কলকাতা থেকে শিশুমনের আবদার, সুরুচির পুজোর উদ্বোধন করলেন Mamata
অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আজ পঞ্চমীর সন্ধ্য়ায় প্রদীপ প্রজ্জ্বলন করে সুরুচির পুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আলিপুর বডিগার্ড লাইন, নবনীড় বৃদ্ধাশ্রমের সঙ্গে এদিন সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোরও শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সুরুচি সঙ্ঘের এবারের থিম 'আবদার।' লকডাউনে ঘরবন্দি শিশুমনের যন্ত্রণার কথা-ই তুলে ধরা হয়েছে এবারের থিমে।
ছোটদের জামা দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। মন্ডপ সজ্জায় রয়েছে পুরনো কলকাতার বিভিন্ন দোকানের সাইনবোর্ড।
দেখা যাচ্ছে, এক শিশু তার মাকে জামা কেনার কথা বলছে। তার জন্য নতুন জামা কবে কেনা হবে, তা জানতে চাইছে।
এর পাশাপাশি, মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে পুরনো দিনের কালজয়ী সিনেমার পোস্টারও।
আসলে পুজো মানেই তো নতুন জামা, ঘোরা, খাওয়াদাওয়া, সিনেমা দেখা। কিন্তু গতবছর থেকেই কোভিডের করাল গ্রাস থাবা বসিয়েছে পুজোর আনন্দে।
আর তাতে সবচেয়ে বেশি যন্ত্রণার শিকার হচ্ছে খুদেরা। তাই তাদের যন্ত্রণা, তাদের আবদারই জায়গা করে নিয়েছে এবার সুরুচিতে।