আদালতের অনুমতি মেলেনি, নিউ নর্মালে কৃত্রিম পুকুরেই `ছট্টি মাইয়া`-র পুজো
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী আগেই আবেদন জানিয়েছেন, নদীতে নয়, ছট পালন করুন নিজের এলাকায় এবং পাড়ায়। রাজ্য সরকার নিউ নর্মাল ছট উদযাপনের জন্য শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু কৃত্রিম অস্থায়ী জলাশয় তৈরি করেছে।
সুভাস সরোবর বন্ধ। বংশানুক্রমে এখানেই ছট পুজো করে আসছেন বাসিন্দারা। এবার করতে না পারাই সকলেরই মন খারাপ। মুশকিল আশান করেছে রাজ্যে সরকারি জলাশয়। মন খারাপ হলেও এবার এখানেই ছট পুজো করবেন বলে জানালেন এখানকার বাসিন্দারা।
আদালতের নির্দেশিকার জেরে ভোর থেকেই বিভিন্ন সরোবর ও নদীর ঘাটে বাড়তি পুলিসি তত্পরতা। সুভাষ ও রবীন্দ্র সরোবরে মোতায়েন পুলিস বাহিনী। পাশাপাশি গঙ্গার সবকটি ঘাটে ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
ঘাট সংলগ্ন এলাকায় উড়ছে ড্রোন। নদীবক্ষে ক্রমাগত পেট্রোলিং করছে রিভার ট্রাফিক পুলিস। কোনওভাবেই যাতে গত বছরের রবীন্দ্র সরোবর কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জলে সুর্যের প্রতিবিম্ব। যার পোশাকি নাম "ছট্টি মাইয়া'। ছট পুজোর অনিবার্য অঙ্গ হিসেবে যা প্রচলিত যুগের পর যুগ। সেই জল ছাড়াই ছট। নিউ নর্মালে কেমন ভাবে, কোন পদ্ধতিতে, ঠিক কী কায়দায় রইল তারই কিছু ছবি।
নিউ নর্মাল আচরণবিধি মেনেই কালনায় পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ছট পুজো. লকডাউন এর জেরে কমেছে রোজগার . কিন্তু বেড়েছে জিনিসপত্রের দাম তাই এবছর বেশ কিছু জায়গায় চেনা ছবি দেখা যাচ্ছে না।