প্রান্তিক মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল উত্তর কলকাতা উদয়ের পথে
নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে দীর্ঘ লকডাউন। তার উপরে আমফানের হানা। সবমিলিয়ে আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন বহু মানুষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে এখনও সচল হয়নি প্রান্তিক মানুষদের জীবনের চাকা। এমন সময়ে এগিয়ে এল উত্তর কলকাতা উদয়ের পথে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহে পৈলান গ্রামে ত্রাণ বিলি করল এই সংস্থা। দ্বিতীয় দফায় এমন পদক্ষেপ করল তারা।
৬০০ জন গরিব মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী।
এদিন গরিব মানুষদের হাতে ত্রাণ তুলে দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা দেবশঙ্কর হালদার ও প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়। ছিলেন বারুইপুরের মহকুমা শাসক শ্রীমতি দেবারতি সরকার ও সোনারপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি।
সামাজিক কাজে এর আগেও এগিয়ে এসেছে উত্তর কলকাতা উদয়ের পথে। রক্তদান শিবিরের আয়োজনও করেছে তারা।