V.S. Naipaul: একদা তাঁর বক্তব্য সংকলিত হয়েছিল `আ কালেকশন অফ ওয়ার্স্ট থিংস...`নামে

Soumitra Sen Wed, 17 Aug 2022-11:04 pm,

ভি এস নয়পল। কখনও বলেছেন, ইংরেজি ছাড়া অন্য ভারতীয় ভাষায় (আজকাল) কোনও লেখালেখি হচ্ছে না। কখনও লেখিকাদের সম্বন্ধে বলেছেন-- মেয়েরা আবেগপ্রবণ, তাদের লেখালেখিতেও সেই সঙ্কীর্ণ চিন্তাধারার প্রকাশ। জেন অস্টেন থেকে কেউই তাই সাহিত্যিক হিসেবে প্রথম শ্রেণির নন। 

কখনও পূর্বপুরুষের দেশ ভারত নিয়ে 'অ্যান এরিয়া অব ডার্কনেস' লেখেন। সেখানে বলেন, এখানে লোকে সর্বত্র মলত্যাগ করে। রেললাইনের ধারে, মাঠের ধারে, রাস্তার ধারে, নদীর ধারে, সমুদ্রতীরে কোত্থাও বাকি রাখে না।

 

ইরান, ইরাক থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-- সেখানকার মুসলিম জনজীবন নিয়ে লিখেছেন দারুণ বই। কিন্তু সেখানে বোমা ফাটিয়েছেন। বলে দিয়েছেন, ইসলাম আসলে ঔপনিবেশিকতার চেয়েও খারাপ! 

আফ্রিকা নিয়ে করেছিলেন তির্যক মন্তব্য। বলেছিলেন, ঠিক ব্যাপারটাই আফ্রিকায় নেই!

বহু লেখকই নয়পলের কথাবার্তায় আহত হয়েছেন, রেগে গিয়েছেন, সমালোচনায় মুখর হয়েছেন। আর এরই জেরে একদা তৈরি হয়েছিল 'আ কালেকশন অব ওয়ার্স্ট থিংস ভি এস নায়পল হ্যাজ এভার সেড'-এর মতো সাইটও!

কিন্তু ভি এস নয়পল শুধু বিতর্কিত উক্তিরই সম্ভার নন। ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর পটভূমিতে রচিত তাঁর বিভিন্ন স্বাদের উপন্যাস, তাঁর জীবনকাহিনি ও ভ্রমণকাহিনি, তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস সবই অনন্য। পঞ্চাশ বছরেরও বেশি তাঁর সাহিত্যজীবনে তিরিশের বেশি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল-- 'ইন আ ফ্রি স্টেট', 'আ বেন্ড ইন দ্য রিভার', 'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link