১ অগাস্টের মধ্যে লোধি রোডের সরকারি বাংলো খালি করুন, প্রিয়ঙ্কাকে নোটিস কেন্দ্রের
কেন্দ্রের এক নোটিসে বলা হয়েছে, ওই বাংলো ১ অগাস্টের মধ্যে খালি করে দিতে হবে প্রিয়ঙ্কাকে। আজ থেকে ওই বাংলোয় থাকার তাঁর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
দিল্লির সবচেয়ে কড়া নিরাপদ বলয়ে থাকতেন প্রিয়ঙ্কা। তার নিরাপত্তার জন্য ছিল এসপিজি। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
কেন্দ্রের তরফে ওই নোটিসে বলা হয়েছে, আপানার এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। তার ফলে সরকারি ওই বাংলোয় থাকা যাবে না। আজ ১ জুলাই থেকে ওই বাংলো প্রত্যাহার করে নেওয়া হল।
নোটিসে আরও বলা হয়েছে ১ অগাস্ট বাংলো ছেড়ে না দিলে তাঁকে জরিমানা দিতে হবে।