রাজ্যে ভ্যাকসিনের স্লট বুকিং এখন আরও সহজ, স্বাস্থ্য দফতর চালু করল Whatsapp Chat Bot
নিজস্ব প্রতিবেদন: চ্যাট বট (Whatsapp Chat Bot) চালু করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। যা দিয়ে সহজে বুক করতে পারবেন ভ্যাকসিন নেওয়ার স্লট।
কীভাবে ব্যবহার করবেন? খুবই সহজ। এখন প্রত্যেক মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন এবং তাতে ব্যবহার করছেন Whatsapp। আর সেই Whatsapp-কে মাধ্যম করে কাজ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর।
প্রথমে ফোনে সেভ করে নিন এই 8335999000টি। তারপর Whatsapp-য়ে গিয়ে নম্বরটি সার্চ করে সেই চ্যাটে গিয়ে লিখুন Hi।
এরপর এক এক করে প্রশ্ন আসবে আপনার কাছে। তার যথাযথ উত্তর দিন চ্যাট মারফত। জিজ্ঞাসা করা হবে নাম, কত সালে জন্ম, বাড়ি কোথায়, আধার নম্বর ইত্যাদি।
এরপর বাড়ির নিকটে কোথা থেকে ভ্যাকসিন নিতে চান সেই লোকেশন বেছে নেওয়ার জন্য বলা হবে। তারপর বাকি থাকা সংশ্লিষ্ট অপশন থেকে স্লট বেছে নেওয়ার জন্য নির্দেশ আসবে।
সেই স্লট চ্যাট মারফত বুক করে নিলেই আপনার জন্য বুক হয়ে যাবে ভ্যাকসিন স্লট।