Vaikuntha Ekadashi 2025: অতি বিশিষ্ট এই বৈকুণ্ঠ একাদশী! এদিন নারায়ণদর্শনে হয় অশেষ পুণ্যলাভ, মেলে তাঁর বিরল আশীর্বাদ...
গতকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারি শুরু হয়েছে এই একাদশী দুপুর ১২টা ২২ মিনিটে। পুণ্যমুহূর্ত আজ সকাল ১০টা ১৯ মিনিটে। একাদশীর উদযাপন পরদিন ১১ জানুয়ারি সকাল ৭টা ১৪ মিনিটে শুরু হয়ে তা শেষ ৮টা ২১ মিনিটে।
প্রতি পৌষেই আসে বৈকুণ্ঠ একাদশী। বিষ্ণুর বিশেষ পুজো আরাধনার দিন এটি।
এদিন যদি উপবাস করে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়, তবে তাঁর অতি বিশেষ আশীর্বাদ লাভ হয়।
তাহলে জেনে নিন, কীভাবে পালন করবেন এই পুণ্য একাদশী। উপবাস, পরে প্রার্থনা। ১১ জানুয়ারির দিন প্রদীপ জ্বাললে বিশেষ পুণ্যলাভ হয়।
এদিনটি উদযাপনের বিশেষ মন্ত্রও আছে। যেমন-- 'ওম নমো ভগবতে বাসুদেবায়' কিংবা 'হরে রাম হরে কৃষ্ণ'। এই সব মন্ত্রোচ্চারণে বিশেষ পুণ্যলাভ হয়।
সবচেয়ে বিশেষ ব্যাপার হল, এই তিথিতে নাকি খুলে যায় বৈকুণ্ঠ তথা স্বর্গের দ্বার। তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশীতে বৈকুণ্ঠদ্বার দর্শন খুবই বিখ্যাত একটি বিষয়। এই দরজার সামনে যাওয়া মানে, ভগবান বিষ্ণুর স্বর্গীয় রাজ্যের প্রবেশদ্বারের সামনে পৌঁছনো। কিংবদন্তি হল, ভগবান বিষ্ণু ভক্তদের বৈকুণ্ঠে প্রবেশের জন্য এই পবিত্র দরজা খুলে দেন এই দিনটিতেই। এই দ্বার সারা বছর বন্ধ থাকে। শুধুমাত্র বৈকুণ্ঠ একাদশীর দিনে এটি খোলে।