রাজাভাতখাওয়া সংরক্ষণ কেন্দ্র থেকে প্রকৃতিতে মুক্ত করা হল ৬টি শকুন
প্রায় একযুগ পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ছাড়া হল শকুন।
মঙ্গলবার ৬টি শকুনকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
বক্সার ২২ মাইলের জঙ্গল থেকে ছেড়ে দেওয়া হল তাদের ৷ ছয়টি শকুনের মধ্যে দুটি শকুনের গায়ে লাগান হয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার ৷ যা দিয়ে লক্ষ্য রাখা হবে তাদের গতিবিধির ওপর৷
রাজ্যের বনমন্ত্রী বলেন, ভারতবর্ষের অনেকগুলো রাজ্য শকুন প্রজনেন চেষ্টা করেছিল। কিন্তু শকুন প্রজননে সফল হয়েছে শুধু পশ্চিমবঙ্গ আর হরিয়ানা৷
ছ'টি শকুনই প্রকৃতিতে মিশে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।