Vande Bharat Express: যান্ত্রিক ত্রুটিতে বিপত্তি বন্দে-ভারতে! চরম ভোগান্তি যাত্রীদের...

Mon, 14 Aug 2023-12:21 pm,

প্রদ্যুৎ দাস: ফের বিপত্তি বন্দে-ভারতে। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ আটকে রইল বন্দে ভারত এক্সপ্রেস। চরম ভোগান্তি যাত্রী সহ সাধারণ মানুষের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার  ধূপগুড়ি সংলগ্ন খলাইগ্রাম রেলস্টেশন এলাকায়। 

ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছিল। ধূপগুড়ি স্টেশন পার করার পরই যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন রেলকর্মীরা। এরপরই খলাইগ্রাম স্টেশন সংলগ্ন রেলগেটের সামনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। 

সকাল প্রায় ৬টা ৫৬ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেসের ধূপগুড়ি হয়ে গুয়াহাটি যাওয়ার কথা থাকলেও, যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ৯টা পর্যন্ত খলাইগ্রাম এবং ধূপগুড়ি স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে সেই ত্রুটি সারিয়ে অবশেষে কোচবিহারের দিকে রওনা দেয় ট্রেনটি। রেল দফতর সূত্রে খবর, নিউ কোচবিহারে ট্রেনটিকে আবারও ভালো করে পরীক্ষা করে দেখা হবে।

তারপরই সেটি গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে। এদিকে বন্দে ভারত দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস. কামরূপ এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link