Jalpaiguri: উত্‍সব প্রায় শেষ পর্যায়ে! তবুও বাজারে সবজিতে সেঞ্চুরি, হাত দিলেই ছ্যাঁকা...

Sun, 10 Nov 2024-10:40 am,

প্রদ্যুত্‍ দাস: রবিবার বাজারে সবজিতে সেঞ্চুরি। জলপাইগুড়িতে সবজি বাজারে আগুন। কোনটাই ১০০ টাকার নিচে মিলছে না। বেশিরভাগ সবজি প্রায় ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। 

পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেঞ্চুরি করতে চলেছে। বাজারে আসা ক্রেতাদের চোখে জল। জলপাইগুড়ি ইন্দিরাগান্ধী কলোনি মোড় বাজার, দিনবাজার, বয়েলখেনা বাজার, স্টেশন বাজার-সহ বিভিন্ন বাজারে সবজি-সহ বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বেশি। 

শীত পড়লেও সেভাবে শীতের সবজি দেখা না মেলায় সবজির দাম বেশি বলে বক্তব্য বিক্রেতাদের। তবে বাজার থেকে একটু গ্রামের দিকে গেলে ছোট বাজার বা মুদি দোকানগুলিতে আলু, পেঁয়াজ ও লঙ্কার দাম আরও বেশি বলে অভিযোগ। 

চরম সমস্যায় সাধারণ নাগরিক। প্রশাসনের আধিকারিকরা মাঝে মধ্যে বাজার পরিদর্শন করলেও কিছুক্ষণের জন্য কিছু দাম কমলেও চলে গেলে আবার যে কে সেই দাম বেশি বলে অভিযোগ করতে শুরু করেছে। শুধু তাই না সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বিক্রেতাদের বক্তব্যের মধ্যে দাম কম শোনা যায়। কিন্তু তারপরেই একেক দোকানে একেক রকম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বলে অভিযোগ। 

দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো শেষ হলেও আজ রবিবার জিনিসের দাম অনেকটাই বেশি। তবে আবহাওয়ার খালখেয়ামিপানাকেই দায়ী করছেন বিক্রেতারা। শীতের মৌরসুম, কুয়াশার সেভাবে দেখা নেই, সূর্য উঠতেই বেলা বাড়তেই রোদের তেজ,গরম। সবজির ক্ষেত্রে এই আবহাওয়া সঠিক নয়। সেকারণেই সবজির ফলন কম। বেশি টাকা দিয়ে অল্প সবজি কিনে বাজারে এনে বিক্রি করতে হচ্ছে। আর এসব কারণেই ক্রেতাদের কাছে সবজির দাম বেশি মনে হচ্ছে  বলে জানান বিক্রেতারা।

রবিবার সবজি কিলো প্রতি: আলু ৪০, পিঁয়াজ ৮০- ১০০, লঙ্কা ১০০- ১২০, ফুলকপি ৬০- ৮০, বাঁধাকপি ৫০- ৬০, স্কোয়াস ৩০, আদা ১২০, টমেটো ৮০, বেগুন ৬০, পটল ৬০, শশা ৬০, ধনেপাতা ৩০০- ৪০০ টাকা কিলো প্রতি, ক্যাপসিকাম ২০০।

রবিবার সকাল থেকেই বাজারে যে ২৪ ঘন্টার ক্যামেরা। মহকুমা শাসকের অভিযান শুরু।

টাস্ক ফোর্স এর পরিদর্শন জলপাইগুড়ি দিনবাজার। রবিবার সকাল ৯ টার পর সদর মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী, এগ্রি মার্কেটিং এবং  পুলিশ বাহিনী ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে আলু সহ বিভিন্ন জিনিসের দাম নিয়ে কথা বলেন বিক্রেতাদের সাথে। কি কারণে দাম এত বেশি সেটাই খতিয়ে দেখছেন তারা।

এদিন মহাকুমা শাসক খুচরা এবং হোলসেল বাজারে গিয়ে আলু পেঁয়াজের দাম-সহ বিভিন্ন জিনিসের দাম নিয়ে কি বিষয়ে বিলপত্র সব খতিয়ে দেখেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link