Vegetable Price Hike: সবজি-ফলের অগ্নিমূল্যে নাজেহাল আমজনতা, জেনে নিন আজকের বাজারদর
নিজস্ব প্রতিবেদন: একদিকে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অপরদিকে টানা বর্ষায় ক্ষতিগ্রস্ত চাষের জমি, জোড়াফলায় চড়চড়িয়ে দাম বেড়েছে সবজি ও ফলের (Vegetable price hike)। বাজারে গিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন আমজনতা। উৎসবের মরসুমে কলকাতায় কেমন যাচ্ছে বাজারদর? জেনে নিন।
শীত আসতে এখনও কিছুটা দেরি। তার আগেই অগ্নিমূল্য বাঁধাকপি, ফুলকপি। দক্ষিণ কলকাতার অন্যতম বড় বাজার হল লেক মার্কেট। সেখানের বাজারদর উল্লেখ করা হল। লেক মার্কেটে বাঁধা কপি = ৫৪০ টাকা কেজি, ফুলকপি = ৫০ টাকা পিস। লক্ষীপুজোর ভোগের আয়োজনেও হিমশিম খেতে পারেন সাধারণ মানুষ।
এছাড়াও আগুন অন্যান্য সবজির দামেও। ঢেঁড়স = ৬০ টাকা কেজি, পটল = ৬০ টাকা কেজি, ঝিঙে = ৬০ টাকা কেজি, বরবটি = ৬০ টাকা কেজি, বেগুন = ৮০ টাকা কেজি, টমেটো = ৮০ টাকা কেজি, শসা = ৫০ টাকা কেজি, গাজর = ৬০ টাকা কেজি, নতুন আলু = ৫০ টাকা কেজি, চাল কুমড়া = ৫০ টাকা কেজি, পেঁপে = ৩০ টাকা কেজি, কাঁচা লঙ্কা = ৮০ টাকা কেজি, ধনেপাতা = ২০০ টাকা কেজি, ক্যাপসিকাম = ২০০ টাকা কেজি, বিন = ১৫০ টাকা কেজি।
সবজির পাশাপাশি ফলেরও দাম আকাশ ছুঁয়েছে। লেক মার্কেটে একনজরে দেখে নিন ফলের দাম। আপেল=১০০ টাকা কেজি, ন্যাসপাতি ১২০ টাকা কেজি, বেদানা = ২০০ টাকা কেজি, মুসাম্বি লেবু = ৩০ টাকা জোড়া, আতা = ২০০ টাকা কেজি, পাকা পেঁপে = ৮০ টাকা কেজি, নারকেল = ৩০-৩৫ টাকা পিস, কাঁঠালি কলা = ৬০ টাকা ডজন, বাতাবি লেবু = ৪০-৫০ টাকা পিস।
লেক মার্কেটে পানি ফল = ৬০ টাকা কেজি, পেয়ারা = ১০০ টাকা কেজি, তরমুজ = ৩০ টাকা কেজি, আঙ্গুর = ৩০০ টাকা কেজি, আনারস = ৬০ টাকা পিস, শাকআলু = ১২০ টাকা কেজি। ফলের দাম যেভাবে বেড়েছে তাতে পুজোর প্রসাদ নিবেদনেও কাটছাঁট করতে হতে পারে।