Vegetable Price: বর্ষাতেও সবজি কিনতে গিয়ে হৃদকম্প মধ্যবিত্তের, নেপথ্যে এদের খেলা!

Thu, 29 Jun 2023-4:48 pm,

সবজি কিনতে গিয়ে এই ভরা বর্ষাতেও ভিড়মি খাওয়ার জোগাড়। অধিকাংশ সবজির দাম লাগামছাড়। কোনও কিছুতেই হাত দেওয়ার জো নেই। সবকিছুই এখন হট। এর পেছনে সিন্ডিকেটের খেলা রয়েছে বলে মনে করছে কেউ কেউ।

-তথ্য-অয়ন ঘোষাল

প্রবল গরমে ব্যবসায়ীদের মুখে একটাই কথা। গরমে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। জোগান কম। তাছাড়াও সবজি গাছও শুকিয়ে যাচ্ছে। আবার বর্ষাতে অন্য ওজর জলে পচে নষ্ট হয়ে যাচ্ছে সবজি। জোগান নেই। তাই দাম বেশি। -তথ্য-অয়ন ঘোষাল

কলকাতার বাজারে আজ সবজির দাম এরকম। টম্যাটো ১০০ টাকা, বেগুন ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, ঝিঙ্গে ৭০ টাকা, কাঁচালঙ্কা ১৫০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করলা ১২০ টাকা, লাউ ৬০ টাকা, শসা ৮০ টাকা। -তথ্য-অয়ন ঘোষাল

বাস্তব ছবি কি? অর্থনীতিবিদরা বলছেন, কৃষকের উৎপন্ন ফসল বা সবজি এখন সরাসরি বাজারে আসেই না। ফলে খুব গরম বা খুব বৃষ্টির যুক্তি নেহাতই আষাঢ়ে গল্প। আসল কারণ হল দেশ জুড়ে চলা এক সুবিশাল ফড়ে বা মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট। কোন সবজির ফলন কত, এবং হিমঘরের ধারন ক্ষমতা কত, তার হিসেব করে ফেলা হয় খুচরো বাজারে সবজি পাঠানোর আগেই। এরপর শুরু হয়ে দাম বাড়ানোর খেলা। -তথ্য-অয়ন ঘোষাল

একেক সবজির দাম একেক সময় বাড়িয়ে বিভিন্ন উইং এর সিন্ডিকেটকে তাদের প্রাপ্য পাইয়ে দেওয়ার খেলা চলে। বলি হয় মূল উৎপাদক অর্থাৎ কৃষক এবং প্রান্তিক সূচক, অর্থাৎ ক্রেতা। -তথ্য-অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link