লঙ্কা ২০০টাকা কেজি আর টমেটো ১০০টাকা, আজকে আলু-পটলের দাম শুনলে মাথায় রক্ত চড়বে!
সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন। বাকি পাঁচটা দিনে কিন্তু ছাড় রয়েছে। কিন্তু এই দু’দিনের লকডাউনের কথা মাথায় রেখেই একেবারে রান্নাঘরের সবজি তাক গুছিয়ে রাখতে ব্যস্ত মধ্যবিত্তরা। আর এদিকে আগুনছোঁয়া সবজির দাম।
মানিকতলা বাজারে গিয়ে দেখা যায় আলু ৩০টাকা, পেঁয়াজ ২৫ টাকা, লঙ্কা ২০০টাকা, পটল ৫০টাকা , বেগুন ৮০টাকা , টমেটো ১০০টাকা, ফুলকপি ৩০ টাকা কেজি।
বাজারের এই দর দেখে তো নাভিঃশ্বাস উঠছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটায় সবজির দাম বেড়েছে। তারমধ্যে ট্রেন না চলায় দাম আরও বেড়েছে।
যারা ঠেলা নিয়ে বাড়িতে বিক্রি করতে যাচ্ছেন, সেখানে আরও দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে।