VHP Against New Year Celebration: পার্টি করে হিন্দুরা নপুংসক হচ্ছে! এবার নিউ ইয়ার সেলিব্রেশনে হামলা করবে বজরং দল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কিছু সময়ের অপেক্ষা। হাতে গোনা ঘণ্টার পর নতুন বছর। আর এই বর্ষবরণের উদযাপনে মেতে ওঠে সারা বিশ্ব। দিকে দিকে পার্টি, হইহুল্লোড়।
কিন্তু এবার সেই পার্টি হতে দেবে না বলে, কড়া হুমকি জানিয়েছে VHP। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, নববর্ষের পার্টির নামে হিন্দু যুবকদের নপুংসক করার ষড়যন্ত্র চলছে। তাই এই পার্টিগুলি রুখতে বজরঙ্গের দল তৈরি করেছে ভিএইচপি। (রিপোর্টার এবং তথ্য- প্রমোদ শর্মা)
বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, নববর্ষ উদযাপন পার্টির মাধ্যমে হিন্দু যুবকদের পুরুষত্বহীন করার ষড়যন্ত্র চলছে। তাদের মতে, ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত সুরার পার্টি হিন্দু যুবকদের বিভিন্ন মাদকে আসক্ত করছে। (রিপোর্টার এবং তথ্য- প্রমোদ শর্মা)
তারা জানিয়েছে, সমৃদ্ধ ভারতকে দুর্বল করার জন্য বিদেশি শক্তিরা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে। বিদেশিরা যুবশক্তিকে দুর্বল করার জন্য তরুণ প্রজন্মের সঙ্গে মাদকের খেলা খেলছে। (রিপোর্টার এবং তথ্য- প্রমোদ শর্মা)
শুধু তাই নয়, ভিএইচপি ইংরেজি বছরে ক্যালেন্ডার বদলানোর আহ্বান জানিয়েছে। (রিপোর্টার এবং তথ্য- প্রমোদ শর্মা)
ভিএইচপি বজরং দল গঠন করেছে। ভিএইচপি রাজ্য প্রচার প্রধান জিতেন্দ্র চৌহান জানিয়েছেন, এই দলগুলি নববর্ষ পালনের জন্য যেখানে যেখানে পার্টি হবে, সেখানে হানা দেবে। (রিপোর্টার এবং তথ্য- প্রমোদ শর্মা)