Victoria Memorial: সাতসকালে এ কী হল ভিক্টোরিয়ায়? কেন দ্রুত খালি করে দেওয়া হল মেমোরিয়াল গ্রাউন্ড? কেন বন্ধ টিকিট কাউন্টার?

Soumitra Sen Thu, 21 Nov 2024-11:47 am,

হঠাৎ কেন খালি করে দেওয়া হল ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্রাউন্ড? কেন সেখানে আটকে দেওয়া হল সাধারণের প্রবেশ? (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

কেন বন্ধ হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কাউন্টারের ঝাঁপ?  জঙ্গি আক্রমণ? বোমাতমঙ্ক? অন্য কোনও বিপদ? (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

কোনো কিছু বোঝার আগেই ভারী বুটের শব্দ! ভিক্টোরিয়ার মাঠের সাউথ গেট দিয়ে ঢুকল সেনা। বাইরে পজিশন নিল CISF! (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিতে খবর এল-- এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি! সঙ্গে সঙ্গে শুরু হল অপারেশন। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা। এই আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন। তারপর নিউট্রালাইজ করা হল সব জঙ্গিকে। নাছোড় দুই জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে, যে, সেখানে পৌঁছনোই যাচ্ছিল না। শেষে সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে তার দিকে ক্রমশ এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান। অবশেষে তাদেরও নতি স্বীকারে বাধ্য করা হল। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

না, আসলে ঘটনাটা মোটেই এমন কিছু নয়। গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া। সেই খবর আসতেই ফিরল স্বস্তি। জানা গিয়েছে, আর্মি, নেভি এবং সিআইএসএফ যৌথ ভাবে চালাল এই মক ড্রিল। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link