ফোর্ট উইলিয়ামে পালিত হল বিজয় দিবস
বাংলাদেশের জন্মলগ্নের একটি বিশেষদিন ১৬ ডিসেম্বর।
১৯৭১ সালের এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। যুদ্ধজয়ের পর তৈরি হয়েছিল নতুন দেশ বাংলাদেশের।
তার পর থেকে ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এবছর ছিল ৪৭তম বিজয় দিবস।
সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে উদযাপিত হয়।
উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এমএম নারাভানে।
প্রতিবছরই মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের দল এই সময় আসেন।
এবারও ৭২জনের একটি দল এসেছে। এবার ওই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাংসদ এইচ ই কোয়াসি রোজি।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এদিন পালন করা বিজয় দিবস। সেনা আধিকারিক ছাড়াও স্কুল পড়ুয়া, এনসিসি ক্যাডেটরাও উপস্থিত ছিলেন।
সকলেই ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।