Vijay Mallya-কে দেউলিয়া ঘোষণা, সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে ভারতীয় ব্যাঙ্ক

Tue, 27 Jul 2021-4:33 pm,

সোমবার ব্রিটেনের আদালত দেউলিয়া ঘোষণা করেছে বিজয় মাল্যকে। এই রায় ভারতীয় ব্যাঙ্কের জন্য বড় স্বস্তির। কারণ এবার ভারতীয় ব্যাঙ্কগুলি খুব সহজেই কোটিপতি ব্যবসায়ীর বিশ্বজুড়ে যে সম্পত্তি রয়েছে তার হদিশ পেতে পারবেন। 

৬৫ বছরের বিজয় মালিয়া ছিলেন একসময়ের 'King of good times'। স্টাইল, অর্থ, ব্যবসা সবেতেই তিনি নজরকাড়া। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত হতেই ভারত ছাড়েন তিনি। পাঁচ বছর ধরে ব্রিটেনেই রয়েছেন তিনি। সেখানেই মামলা চলছে এই কোটিপতি ব্যবসায়ীর নামে।

কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার নামে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক , ফেডারেল ব্যাঙ্ক  লিমিটেড, আইডিবিআই ব্যাঙ্ক , ইন্ডিয়ান ওভারশিস ব্যাঙ্ক , জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ ১৩ টি ভারতীয় ব্যাঙ্ক মিলে বিজয় মালিয়া কেসে একটি কনসর্টিয়াম গঠন করে।

ভারতে সংসদের সদস্যও ছিলেন বিজয় মালিয়া। তবে এখন তিনি প্রাক্তনী। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সাল থেকে জামিনে রয়েছেন। 

 

সূত্রের খবর ব্রিটেনে রাজনৈটিক আশ্রয় চেয়েছেন ঋণখেলাপি ব্যবসায়ী বিজয় মালিয়া। যদিও সে দেশের সরকার এই খবরের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পলাতক ব্যবসায়ীকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলেছে। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজে উদ্যোগ নিয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link