Vijay Mallya: শীঘ্রই ফিরছেন মাল্য; সবকিছু শেষ ধাপে, সুপ্রিম কোর্টে বিস্তারিত জানাল কেন্দ্র
বিপুল টাকা ঋণ নিয়ে দেশছাড়া কিং ফিশার মালিক এখনও দেশছাড়া। তাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে কেন্দ্র। কিন্তু কবে দেশে ফেরানো হতে পারে বিজয় মাল্যকে? সুপ্রিম কোর্টে তা জানাল কেন্দ্র।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, বিজয় মাল্যকে ব্রিটেন থেকে দেশে ফেরানেরা প্রক্রিয়া একেবারে শেষপর্যায়ে। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনও বাকী রয়েছে। তা শীঘ্রই শেষ করে ফেলা হবে।
সর্বোচ্চ আদালতে কেন্দ্র জানিয়েছে, ব্রিটেনের আদালতে আপিলের সব চেষ্টা শেষ করে ফেলেছে বিজয় মাল্য।
সরকারের ব্য়াখ্যা শুনে খুব একটা খুশি হয়নি আদালতে। কেন্দ্রের উদ্দেশ্য বলা হয়, মাল্যকে দেশে ফেরানোর ব্যাপারে আর টালবাহানা মেনে নিতে রাজী নয় আদালত।
উল্লেখ্য, ৯ হাজার কোটি টাকা ঋণ করে এখন ব্রিটেনে বসে রয়েছেন কিং ফিশারের মালিক বিজয় মাল্য। ২০১৬ সাল থেকে তিনি দেশছাড়া। তাঁকে ভারতে প্রত্যপর্ণ করার ওয়ারেন্ট দেয় স্কটল্যান্ড ওয়ার্ড। ২০১৮ সালে সেই ওয়ারেন্টের বিরুদ্ধে জামিন নিয়েছেন মাল্য। তার পর থেকে ব্রিটেনেই রয়েছেন।