সাতপাকে বাঁধা পড়লেন বিপাশা বসুর বোন, দেখুন বিয়ে ও রিসেপশনের ছবি
ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় রিসেপশন পার্টি।
সাজিয়ে তোলা হয় রিসেপশন পার্টি।
রিসেপশন পার্টিতে উপস্থিত অতিথিরা।
আয়াজ খানের সঙ্গে করণ তলরেজা।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
নব-দম্পতি বিজয়েতা বসু ও করণ তলরেজা।
কেককাটা থেকে সেলিব্রেশন সবই হয়।
বিয়ের রিসেপশন পার্টিতে বিজয়েতা বসু ও করণ তলরেজা।
কনের সাজে বিজয়েতা বসু। তাঁর মাথায় ছিল দিদির বিয়ের ওড়না।
বাঙালি রীতিতেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।
সিঁদুর দানের পর বিজয়েতা বসু।
বিয়ের মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ক্যামেরাম্যানরা।
বিয়ের সময় বিজয়েতা বসু ও করণ তলরেজা।
বোনের বিয়েতে বিপাশা, করণ সিং গ্রোভার সহ অন্যান্যরা।
বিয়ের অনুষ্ঠানে বিপাশার সঙ্গে করণ সিং গ্রোভার।
কালো ডিজাইনার পাঞ্জাবিতে বিজয়েতা বসুর বিয়ের অনুষ্ঠানে হাজির করণ বিপাশার স্বামী সিং গ্রোভার।
বোন বিজয়েতার বিয়েতে বিপাশার সাজ।
বিপাশার পরনে ছিল গোলাপী রঙের ডিজাইনার লেহেঙ্গা।