দুই রাজ্যের পুলিস ফেল! আত্মসমর্পণ করে আট পুলিসকর্মীর খুনি বলল, ``আমি বিকাশ দুবে কানপুরওয়ালা``
গ্রেফতারির পর একটুও দমেনি মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবে। কানপুরে আটজন পুলিসকর্মী খুনের মূল পাণ্ডা বিকাশকে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করেছে পুলিস।
বুধবার পুলিস জানিয়েছিল, ফরিদাবাদ-এনসিআর এলাকায় লুকিয়ে রয়েছে বিকাশ। সেখান থেকে একদিনের মধ্যে উজ্জয়ন কী করে পৌঁছে গেল বিকাশ! তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিসও। কারণ ওই এলাকায় বিকাশকে ধরতে চেকপোস্ট বসিয়েছিল পুলিস।
গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, দুই রাজ্যের পুলিসকে ঘোল খাইয়েচে বিকাশ। শেষে উজ্জয়নে পৌঁছে মহাকাল মন্দিরে পুজো দিয়ে আত্মসমর্পণ করে হিস্ট্রি শিটার বিকাশ দুবে।
পুজো দেওয়ার জন্য ভিআইপি লাইনে নিজের আসল নাম লিখিয়েছিল বিকাশ। তাঁর মা এতদিন বলেছিল, পুলিস যেন পেলেই তাঁর ছেলেকে গুলি করে দেয়। ছেলে ধরার পড়ার পর তিনি বলছেন, আমার ছেলে প্রতি বছর মহাকাল মন্দিরে পুজো দেয়। মহাদেব ওকে বাঁচিয়েছে। সরকারের কাছে ওর প্রাণ ভিক্ষা চাইছি।
বিকাশ দুবে অবশ্য ধরা পড়ার পর পরিণতির কথা ভেবে একটুও আতঙ্কিত নয়। উল্টে সুর চড়িয়ে সে বলেছে, আমার নাম বিকাশ দুবে কানপুরওয়ালা। মনে রাখবে।