Vikram-Sohini: বাংলা সিনেমায় বড় চমক! আগামী বছরে বড় পর্দায় বিক্রম-সোহিনীর `অমর সঙ্গী`

Fri, 06 Dec 2024-8:34 pm,

বিক্রম (Vikram Chakraborty)  সোহিনী (Sohini Sarkar)-র ছবি অমর সঙ্গী র মুক্তির দিন ঘোষণা। এ এক প্রেমের গল্প। টলিউডে নতুন এক জুটির রসায়নের গল্প। মুক্তির দিন ঘোষণা হলো বিক্রম চ্যাটার্জী এবং সোহিনী সরকার অভিনীত ছবি অমর সঙ্গী র । ড্রিমস অন সেল প্রযোজিত এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স এর সহ প্রযোজনায় নির্মিত অমর সঙ্গী বড় পর্দায় আসছে আগামী বছর ৩১শে জানুয়ারী ।

নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবির কিছু লুক এবং মুক্তির দিন ঘোষণা করেছেন বিক্রম এবং সোহিনী। দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি র শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার  রাসবিহারী, দেশপ্রিয় পার্ক অঞ্চলে।

প্রথমবার বাংলা ছবির পরিচালনা সম্বন্ধে পরিচালক দিব্য চ্যাটার্জী জানান, 'এই বিক্রম-সোহিনী র সঙ্গে আমার বহুদিনের পরিচিতি। প্রযোজক অভিনব আমার হাই স্কুল এর বন্ধু। সিনেমাটোগ্রাফের অভিমন্যু আর আমি মুম্বাই তে একই বিল্ডিং এ থাকি। সেই কারণে শুটিং টা একটা পিকনিক এর মতোই মনে হত। অমর সঙ্গী একটি মিষ্টি, মজাদার প্রেমের গল্প। দুটি মানুষের প্রেম, খুনসুটি, সম্পর্ক, সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এই সব নিয়ে আমাদের ছবি অমর সঙ্গী।' 

অভিনেতা বিক্রম চ্যাটার্জী র কথায় , "অমর সঙ্গী তে কাজ করার কারণ হলো স্ক্রিপ্ট। এইরকম মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করতে পারা  নিশ্চয় আনন্দের। আমার ক্যারিয়ার এ যেমন শেষ পাতার মতো বিষয়ধর্মী সিনেমা আছে, তেমন অ্যাকশন ফিল্ম পারিয়া ও আছে. কিন্তু অমর সঙ্গী যে কারণে আলাদা সেটা হলো যে এটি হরর রোমান্টিক কমেডি।"

সোহিনী সরকার জানিয়েছেন, "অমর সঙ্গীর স্ক্রিপ্ট টা খুবই ভালো লেগেছিলো আমার। তাই রাজি হয়েছিলাম। তাছাড়া পরিচালক দিব্য কে আমি অনেকদিন চিনি। দিব্য মুম্বাই তে আমাজন প্রাইম এ ভালো কাজ করেছে। শুটিং এর সময় আমরা খুব মজা করেছি। প্যাক আপের পর রোজ আমরা সবাই আড্ডা দিতাম বাড়ি ফেরার আগে। তাছাড়া অনেকদিন পর আমি রোমান্টিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। বিক্রমের সাথে এটা  আমার প্রথম কাজ। আশাকরি দর্শকরা আমাদের এই জুটি কে পছন্দ করবেন।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link