চাঁদে পূর্বনির্ধারিত ল্যান্ডিং পয়েন্টের কাছেই রয়েছে বিক্রম
রবিবারই অর্বিটার মারফত চাঁদের বুকে বিক্রমের হদিশ পান বিজ্ঞানীরা। চন্দ্রযান-২-এর অর্বিটারের থার্মাল ক্যামেরায় ধরা পড়ে চাঁদের বুকে চন্দ্রযান-২-এর ছবি।
সোমবার দুপুরে চন্দ্রযান-২-এর সঙ্গে জড়িত ইসরোর এক আধিকারিক জানান, চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে বিক্রম। তবে, অক্ষত অবস্থাতেই রয়েছে চন্দ্রযান-২-এর ল্যান্ডার। অনেকেই আশঙ্কা করেছিলেন হার্ড ল্যান্ডিংয়ের পর ভেঙে টুকরো হয়ে যাবে বিক্রম। কিন্তু অর্বিটারের পাঠানো ছবিতে বিক্রমের কোনও অংশকে আলাদা হতে দেখা যায়নি। ইসরোর আধিকারিকের সূত্রে খবর, চাঁদের এক দিকে হেলে দাঁড়িয়ে আছে বিক্রম।
চাঁদের দক্ষিণ মেরুতে দূর্গম অংশে অবতরণের কথা ছিল বিক্রমের। দক্ষিণ মেরুর দুটি গহ্বরের (ম্যাঞ্জিনাস সি এবং সিম্পেলিয়াস এন) মাঝে অবতরণের কথা ছিল বিক্রমের। ইসরো সূত্রে খবর, পূর্ব পরিকল্পিত ল্যান্ডিং পয়েন্টের কাছাকাছিই হার্ড ল্যান্ডিং করেছে বিক্রম।
তবে, এখনও চন্দ্রযান-২-এর ল্যান্ডারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আপাতত বিজ্ঞানীদের মূল লক্ষ্য সেটাই। রবিবার ইসরো প্রধান ডঃ কে শিবন জানান, দ্রুত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করা হচ্ছে। সংযোগ স্থাপন করা সম্ভব হলেই বিক্রমের পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।
অর্বিটারকে ব্যবহার করেই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। চন্দ্রযান-২-এর অর্বিটারের ওজন ২,৩৭৯ কেজি। বিক্রমের ওজন ১,৪৭১ কেজি। রোভার প্রজ্ঞানের ওজন ২৭ কেজি।