পাণ্ডুয়া থেকে এসে টলি পাড়ায় জায়গা করে নিচ্ছেন ডালিয়া
পাণ্ডুয়ার মেয়ে ডালিয়া ঘোষের পছন্দের বিষয় ছিল নাচ ও থিয়েটার। সেখান থেকেই অভিনয়ের ইচ্ছা জাগে।
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই বিজ্ঞাপনের কাজ করেন। তারপর থেকেই শুরু কলকাতায় যাতায়াত শুরু।
মিসেস সিংহ রায়, ভালোবাসা ডট কম, তোমায় আমায় মিলে সহ একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেন।
পরবর্তীকালে সাহিত্যের সেরা সময়, সিআইডিতেও কাজ করেছেন। এছাড়াও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ধারাবাহিক 'বেদেনি মলুয়া'তেও দেখা গেছে ডালিয়াকে।
কাজ করেছেন ওডিশার সিনেমায়। তবে অভিনয় ছাড়া ডালিয়ার প্রথম পছন্দ নাচ।
সম্প্রতি, মুক্তিপ্রাপ্ত 'মাহিয়া' নামে একটা ছবিতেও কাজ করেছেন পাণ্ডুয়ার মেয়ে ডালিয়া। ধীরে ধীরে টলি পাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন পাণ্ডুয়ার মেয়ে ডালিয়া।