EXPLAINED | Vinod Kambli Health Update: `আগামী ২৪ ঘণ্টা কাম্বলির...` জানিয়ে দিলেন ডাক্তার, উপমুখ্যমন্ত্রীও নিলেন পদক্ষেপ!

Wed, 25 Dec 2024-1:52 pm,

সম্প্রতি বারবার খবরে আসছেন নয়ের দশকের ভারতীয় ক্রিকেটের স্টার বিনোদ কাম্বলি। নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, দেখা গিয়েছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। চারজনের কাঁধে ভর করে হাঁটতে হচ্ছে তাঁকে। কখনও আবার দেখা গিয়েছে যে, ঠিক ভাবে দাঁড়াতেও পারছেন না তিরি। ফের একবার খবরে কাম্বলি। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি তিনি। 

গত শনিবারই কাম্বলিকে ভর্তি করা হয়েছে থানের আক্রুতি হাসপাতালে। একাধিক সমস্য়ায় জর্জরিত ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, এরসঙ্গেই জুড়েছে মূত্রনালীর সংক্রমণ অর্থাত্‍ ইউরিনারি ট্র্য়াকট ইনফেকশন বা ইউটিআই। পাশাপাশি তাঁকে ভোগাচ্ছে হাইপোটেনশন (লো প্রেসার) হাইপোক্যালেমিয়া (রক্তে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া)। হাইপোক্যালেমিয়ার ফলে কাম্বলির পেশিতে টান ধরছে এবং তিনি দুর্বল বোধ করছেন।  কাম্বলি অতীতে দু'বার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন কাম্বলি। ২০১৩ সালে তাঁর দু'টি অস্ত্রোপচারও হয়েছিল।   

ডাক্তার বিবেক ত্রিবেদীর টিমের পর্যবেক্ষণে রয়েছেন কাম্বলি। বিবেক ত্রিবেদী জানিয়েছেন, 'আগামী ২৪ ঘণ্টা বিনোদ কাম্বলির অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হবে। তারপরেই তাঁকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।'

 

কাম্বলির ছোটবেলার বন্ধু স্বয়ং সচিন তেন্ডুলকর। সচিনই বন্ধুর পাশে দাঁড়াতে চিকিত্‍সার সব খরচ দিয়েছিলেন অতীতে।  মদের নেশার ছাড়াতে লড়াই করতে হয়েছে তাঁকে। নক্ষত্র ভারতীয় ক্রিকেটারের ১৪ বার রিহ্যাব হয়েছে। বিসিসিআই-এর থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। বলতে গেলে কাম্বলি কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন কাম্বলির চিকিত্‍সার বিপুল খরচ আসবে কোথা থেকে? আক্রুতি হাসপাতালের ইন-চার্ড এস সিং নিশ্চিত করেছেন যে, আজীবন এই হাসপাতাল বিনা পয়সায় কাম্বলির চিকিত্‍সা করবে।   

 

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর পুত্র সাংসদ শ্রীকান্ত শিন্ডে এবার ময়দানে। তাঁদের শ্রীকান্ত শিন্ডে ফাউন্ডেশন সংকটজনক কাম্বলির পাশে এসে দাঁড়াল। কাম্বলির চিকিত্‍সায় দেওয়া হবে ৫ লাখ টাকা। আগামী দিনে প্রয়োজন হলে আরও টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একনাথ শিন্ডের নির্দেশে তাঁর ওএসডি অর্থাত্‍ অফিসার অন স্পেশ্য়াল ডিউটি-মঙ্গেশ চিতে নিজে হাসপাতালে এসেছিলেন কাম্বলিকে দেখতে। সমস্ত খোঁজখবর নিয়েছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, কাম্বলির চিকিত্‍সায় যেন কোনও ত্রুটি রাখা হয় না। শ্রেষ্ঠ পরিষেবাই যেন কাম্বলি পান। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link