লকডাউনে জলকেলি এক ঝাঁক গঙ্গার ডলফিনের, বিরল দৃশ্য বলছেন পরিবেশবিদরা
ভালবাসে মিষ্টি জলে থাকতে। সাধারণত তাদের দেখা যায় গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায়। এপ্রিল-মে করে গঙ্গার বুকে চোখে রাখলে কদাচিত্ তাদের দেখা মেলে। মাথাটাকে একবার উঁচিয়ে ফের জলেতে মিলিয়ে যায়।
কিন্তু লকডাউনের আবহে সে দৃশ্য আর কদাচিত্ নয়, প্রায়শই দেখা মিলছে। হুগলি নদীতে শুশুক তো (Ganges River Dolphin) দেখাই যাচ্ছে, এ বার দেখা গেল উত্তর প্রদেশের মেরুটে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখা যাচ্ছে, গঙ্গা নদীতে মনে আনন্দে নৃত্য করছে এক দল শুশুক। পশুপ্রেমীরা দাবি করছেন, এ দৃশ্য কয়েক দশক পর দেখা মিলছে।
গঙ্গায় মাত্রারিক্ত দূষণের জেরে সে ভাবে দেখা যায় না মিষ্টি জলের ডলফিন। বিপন্ন প্রজাতির এই ডলফিন সাধারণ ছোটো ছোটো গ্রুপে থাকতে ভালবাসে।