ফ্লাইং কিসের পর রিং সেলিব্রেশন! বিলেতে অনুষ্কার জন্য বিরাটের `নতুন` প্রেম
২০১৪-র ইংল্যান্ড সফরে খারাপ পারফরম্যান্স। তার পর ইংল্যান্ডের মাটিতে অনেক কিছুই প্রমাণ করার ছিল বিরাটের। প্রথম টেস্টেই ভারতীয় ক্যাপ্টেন বুঝিয়ে দিলেন, এবার আঁটঘাট বেঁধেই নেমেছিন তিনি। সহজে জমি ছাড়বেন না।
একাই ১৪৯। কঠিন পরিস্থিতিতে বিরাটের সেঞ্চুরি। গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিলেন অনুষ্কা শর্মা।
ইংরেজদের ডেরায় প্রথম সেঞ্চুরি। তারিয়ে উপভোগ করলেন বিরাট।
১৬৯/৭ ছিল ভারত। সেখান থেকে ইনিংস টেনে নিয়ে যান ক্যাপ্টেন কোহলি।
অনবদ্য বিরাটকে কুর্ণিশ জানালেন ব্রিটিশরা।
বিরাটের সৌজন্যেই ব্রিটিশভূমে শেষমেশ রক্ষা পেল ভারতীয় ব্যাটিং দূর্গ। ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত।
স্ত্রীর দেওয়া এই আংটি কখনও হাতছাড়া করেন না বিরাট। এটাই তাঁর লাকি চার্ম।
ফ্লাইং কিসের পর রিং সেলিব্রেশন। স্ত্রীর প্রতি প্রেম জাহির অব্যহত ক্যাপ্টেন কোহলির।