Anushka-র দোপাট্টা টেনে ধরে Virat-র নাচ, ভাইরাল হল ছবি...
সালটা ২০১৭, অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার জাহির খান। তখনও বিরাট-অনুষ্কা সাতপাকে বাঁধা পড়েননি। বলা ভালো, তখন 'বিরুষ্কা' বিয়ের আগে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে জাহির-সাগরিকার বিয়ের রিসেপশনে বিরাট-অনুষ্কার রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবি।
নিজের বিয়ের রিসেপশনে বিরাটের সঙ্গে খোশ মেজাজে জাহির খান।
কখনও রোম্যান্টিক মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন জাহির-সাগরিকা, কখনও আবার লেন্সবন্দি বিরাট-অনুষ্কা।
প্রসঙ্গত, ২০১৭-র ১১ ডিসেম্বর ইতালিতে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা।