ব্যাটসম্যান কোহলি না ব্যাট হাতে ক্যাপ্টেন কোহলি ? কে বেশি সফল?
৭২ টি টেস্টে ১২৩টি ইনিংসে ৬২৮৬ রান করেছেন বিরাট কোহলি। ব্যাটিং গড় ৫৪.৬৬
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি খেলেছেন ৪১টি টেস্ট। রান করেছেন ৪১৮৮। ব্যাটিং গড় ৬৫.৪৩
ব্যাটসম্যান বিরাট কোহলি খেলেছেন ৩১ টি টেস্ট। সেই ৩১টি টেস্টে বিরাট করেন ২০৯৮ রান। ব্যাটিং গড় ৪১.১৩
৬২৮৬ রানের মধ্যে ৩০৬০ রান দেশের মাটিতে করেছেন বিরাট কোহলি।
দেশের বাইরে এখন পর্যন্ত বিরাট সবচেয়ে বেশি রান পেয়েছেন অস্ট্রেলিয়ায়(৯৯২ রান)।
অস্ট্রেলিয়ার পরই ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রান(৭২৭ রান) করেছেন কোহলি।