Virat Kohli: অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে ১২ বছর পার! বিরাটের ১২টি অজানা তথ্য

Sabyasachi Bagchi Tue, 20 Jun 2023-9:16 pm,

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জামাইকার কিংস্টনে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। দিনটা ছিল ২০১১ সালের ২০ জুন। অভিষেক টেস্টে কোহলি ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ১০ বলে ৪ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন ৫৪ বলে ১৫ রানে করে। দু'বারই তিনি শিকার হয়েছিলেন ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডসের। দুবারই তিনি উইকেটের পিছনে ধরা পড়েছিলেন কার্লটন বাফের হাতে। 

 

ভারতের মাটিতে কোহলির প্রথম টেস্টও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটি ২০১১ সালের নভেম্বরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রথম ইনিংসে কোহলি করেছিলেন ৫২, দ্বিতীয় ইনিংসে ৬৩।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ২০১২ সালে প্রথম ইনিংসে করেছিলেন ১১৬ রান। তাঁর সর্বশেষ শতরান (২৮তম) অজিদের বিরুদ্ধেই। চলতি বছরের মার্চে করেছিলেন ১৮৬ রান।

জয়ের হিসাবে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন ৪০টি টেস্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি টেস্ট জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। 

 

ইতিহাসে অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ জয়ের মালিক বিরাট কোহলি। সবচেয়ে বেশি জয় দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের (১০৯ টেস্টে ৫৩ জয়)। দ্বিতীয় রিকি পন্টিং (৭৭ টেস্টে ৪৮ জয়)। তৃতীয় স্টিভ ওয়া (৫৭ টেস্টে ৪১ জয়)। 

 

ভারতের অধিনায়ক হিসেবে দেশের বাইরে দ্বিশতরান একমাত্র বিরাট কোহলির। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ঠিক ২০০ রান করেন কোহলি।

কোহলির নেতৃত্বে ৫ বার আইসিসি-র টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠেছে ভারত। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ওঠার সর্বাধিক কৃতিত্ব অস্ট্রেলিয়ার—৮ বার। তবে অস্ট্রেলিয়া পাঁচজন ভিন্ন অধিনায়কের (মার্ক টেলর, স্টিভ ওয়া, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও স্টিভ স্মিথ) অধীনে এই সাফল্য পেলেও ভারত কোহলির নেতৃত্বেই সেটা পেয়েছে পাঁচবার। 

অধিনায়ক হিসেবে কোহলির রান টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ—৫৮৬৪। কোহলির চেয়ে এগিয়ে আছেন শুধু অ্যালান বর্ডার (৮৬৫৯), রিকি পন্টিং (৬৬২৩) ও গ্রেম স্মিথ (৬৫৪২)

টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ শতরান বিরাট কোহলির। তাঁর সেঞ্চুরি ২০টি। সর্বোচ্চ সেঞ্চুরি গ্রেম স্মিথের—২৫টি। 

 

টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান বিরাট কোহলির (৮৪৭৯)। তাঁর ওপরে আছেন বীরেন্দ্র শেহওয়াগ (৮৫০৩), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), সুনীল গাভাসকর (১০১২২), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও সচিন তেন্ডুলকর (১৫৯২১)। 

একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহলি। যদিও দ্বিতীয়বার সিরিজ জয়ের স্টপ গ্যাপ অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে এসেছিল ঐতিহাসিক সিরিজ জয়।  

বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি সর্বোচ্চ ৭টি দ্বিশতরানের মালিক। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link