Round Up 2019: তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রানের মালিক হিসাবে বছর শেষ করলেন কিং কোহলি
অপ্রতিরোধ্য বিরাট কোহলি। টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রানের মালিক হিসাবে বছর শেষ করলেন ভারত অধিনায়ক।
কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৮৫ রান করার সুবাদে ২০১৯ সালে ২৪৫৫ রান কোহলির নামের পাশে।
২০১৯ সালে ২৬টি একদিনের ম্যাচে ১৩৭৭ রান করেছেন বিরাট। ৮টি টেস্টে করেছেন ৬১২ রান আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৬৬ রান করেছেন ভারত অধিনায়ক।
চলতি বছরে মোট সাতটা শতরান করেছেন কিং কোহলি।
এই নিয়ে পরপর চার বছর সর্বাধিক রানের মালিক থাকলেন বিরাট।