রাঁচিতে প্রোটিয়াদের ফলো অন! আজহারউদ্দিনকে ছাপিয়ে গেলেন ক্যাপ্টেন কোহলি
সর্বাধিক টেস্ট জয়ের নিরিখে ভারত অধিনায়কদের মধ্যে সবার ওপরে রয়েছেন বিরাট কোহলি। ৫০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩০টি টেস্ট জিতে নিয়েছেন কোহলি।
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়াদের ফলো অন করান কোহলি।
১৬২ রানে শেষ হয়ে যায় দু'প্লেসিদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ৩৩৫ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টেও ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়।
রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করাতেই অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে ছাপিয়ে গেলেন ক্যাপ্টেন কোহলি।
অধিনায়ক আজহার ৭বার ফলো অন করিয়েছিলেন। সেখানে বিরাট কোহলি ৮বার কোনও দলকে ফলো অন করালেন।