অনুষ্কাই কোহলির প্রিয় বন্ধু , দেখুন ছবিতে

Mon, 06 Aug 2018-1:26 pm,

# প্রেম মানেই তো বন্ধুত্বই। আর বিয়ে মানে ভাল বন্ধুর সঙ্গে সম্পর্কটা এক বন্ধনে আবদ্ধ করা। ফ্রেন্ডশিপ ডে - তে এমন কথাই শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়।

# স্ত্রী অনুষ্কার মধ্যেই সেরা বন্ধুকে খুঁজে পান বিরাট কোহলি।

# এই ছবিটি টুইটারে পোস্ট করে আন্তর্জাতিক বন্ধু দিবসে অনুষ্কা শর্মাকেই শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।

#  ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি ফাইনালে কোহলির ব্যর্থতার পর, ম্যাচ শেষে অনুষ্কা নাকি মনের কিছু কথা তাঁকে বলেছিলেন, যা বিরাটকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

 

#  সমালোচকরা যখন অনুষ্কাকে নিয়ে কোহলির দিকে আঙুল তোলেন, তখন বিরাট বুঝিয়ে দেন তাঁদের আসলে অনুষ্কা হল তাঁর মেন্টর-বন্ধু।

# গ্যালারিতে বসে অনুষ্কার সমর্থন কোহলিক অনুপ্রেরণা জোগায়। আর তাই দক্ষিণ আফ্রিকা হোক বা ইংল্যান্ড। সেঞ্চুরি করলেই কোহলির চুম্বন উড়ে যায় গ্যালারিতে বসে থাকা তাঁর মেন্টর-বন্ধু অনুষ্কার দিকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link