শুভেচ্ছায় ভেসে ৩৩-এ পা Virat-র
BCCI টুইট করে জানিয়েছে যে ২৩,১৫৯ আন্তর্জাতিক রান এবং আরও বাড়ছে। অধিনায়ক এবং আধুনিক যুগের সেরা ব্যাটসম্যানদের একজন বলে বিরাট কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তারা। গোলাপি বলের টেস্টে তার দুর্দান্ত সেঞ্চুরি আবার একবার দেখতে পাওয়ার আশাও প্রকাশ করেছে তারা।
বিরাটের মত বড় ভাই পাওায়য় নিজেকে সৌভাগ্যবান বলে বর্ণনা করেছেন মহম্মদ সিরাজ। সিরাজের জীবনের বিভিন্ন ওঠাপড়ায় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরাট কে।
টূইট করে বিরাট কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। আগামি বছরের জন্য সুস্বাস্থ খুশির কামনা করেছে তিনি।
বীরেন্দ্র শেহওয়াগ টুইট করে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে কঠিন সময় বেশিদিন স্থায়ী হয় না কিন্তু কঠিন লোকেরা থাকে। এরপরেই আগামি বছরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভিভিএস লক্ষ্মণ লিখেছেন "কোহলি কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনার ভালবাসা, সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি”।