মনের মতো ক্যাপ্টেন! খুদে ভক্তের হৃদয় জিতে মেলবোর্ন ছাড়লেন বিরাট কোহলি
এমন দিনে বিরাট কোহলির কাছে যা চাইতেন তাই হয়তো পেয়ে যেতেন সেই খুদে ভক্ত। তবে এদিন তাঁকে কিছু চাইতেই হল না ক্যাপ্টেন কোহলির কাছে। তার আগেই উপহার চলে এল।
১৩৭ রানে মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছে ভারতীয় দল। এমন মুহূর্তে ক্যাপ্টেন কোহলির মন ফুরফুরে থাকারই কথা।
এক খুদে ভক্ত অনেক আশা নিয়ে এগিয়ে গিয়েছিল কোহলির দিকে। হাতে রাখা মিনিয়েচার ব্যাটের উপর ভারতীয় অধিনায়কের একখানা সই সংগ্রহ করে রাখার জন্য। কোহলি তাকে হতাশ করেননি। উল্টে সেই খুদে ভক্তকে উপরি পাওনাও দিলেন।
যে প্যাড জোড়া পরে তিনি মেলবোর্নে খেলেছিলেন সেটা ওই খুদে ভক্তকে উপহার হিসাবে দিয়ে গেলেন বিরাট। প্রিয় ক্যাপ্টেনের থেকে এমন উপহার পেয়ে সেই খুদে ভক্ত যার পর নাই খুশি।
ম্যাচের ফল যাই হোক না কেন! বিরাট কোহলির মেজাজ যেমনই থাক না কেন! তিনি কখনও খুদে ভক্তদের আবদার ফেরান না। এটা বিরাটের অন্য ভাল দিক। এদিন তো আবার ম্যাচ জিতে দারুণ মেজাজে ছিলেন তিনি।