বিরাট কোহলি হয়ে গেলেন সঞ্চালক! নিলেন স্যর ভিভের ইন্টারভিউ

Thu, 22 Aug 2019-2:38 pm,

শুরুতেই তিনি স্যর ভিভ রিচার্ডসকে দ্য গ্রেটেস্ট বলেসসম সম্বোধন করলেন। তার পর শুরু করলেন ইন্টারভিউ। বিরাট কোহলি হয়ে গেলেন সঞ্চালক। একের পর এক প্রশ্ন করে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে। 

স্যর ভিভকে নেওয়া বিরাট কোহলির সেই সাক্ষাতকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিসিসিআই। ইন্টারভিউ নেওয়ার মাঝে ভিভের কাছ থেকে টিপস পেলেন কোহলি। 

বিরাট কোহলির প্রথম প্রশ্ন ছিল, ''নিজের উপর অগাধ বিশ্বাসের রহস্য কী!'' স্যর ভিভ বললেন, ''আমি সব সময় নিজেকে দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সব সময় বিশ্বাস করতাম ভাল কিছু করে দেখানোর সামর্থ ও যোগ্যতা আমার রয়েছে।''

স্যর ভিভ যখন কেরিয়ার শুরু করেন তখন হেলমেটের প্রচলন হয়নি। কেরিয়ারে পরের দিকে অবশ্য হেলমেট ব্যবহারের সুযোগ ছিল। তবে ভিভ কখনও হেলমেট পরতেন না। চুইংগাম চিবোতে চিবোতে বিশ্বের তাবর পেসারদের অবলীলায় খেলতেন। 

হেলমেট ব্যবহার না করার প্রসঙ্গে কোহলিকে ভিভ বললেন, ''হেলমেট ব্যবহারের চেষ্টা করেছিলাম। কিন্তু হেলমেট পরলে অদ্ভুত অস্বস্তি হত। তাই আমি টুপি পরে ব্যাটিং করতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করতাম। বলের আঘাত পাওয়া না পাওয়াটা ঈশ্বরের ইচ্ছার উপর। আমি ওসব নিয়ে বেশি ভাবিনি কখনও।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link