ভারতের সামনে এক নম্বর ওয়ানডে দল হওয়ার সুযোগ
দল হিসাবে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারত দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে ইংল্যান্ড হেরে গেলে ভারতের কাছে সুযোগ থাকছে শীর্ষে চলে যাওয়ার। অবশ্য তার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে হবে ভারতকে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রাশিদ খান। তৃতীয়স্থানে রয়েছেন কুলদীপ যাদব।
বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরা। ডেথ ওভারের এই স্পেশালিস্টের পয়েন্ট সাতশো সাতানব্বই।
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান।
দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।
ব্যাটসম্যানদের তালিকায় আটশো চুরাশি পয়েন্ট পেয়ে শীর্ষে কোহলি।
একদিনের র্যাঙ্কিংয়ে ভারতের জয়জয়কার। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। বোলারদের শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরা।