IND vs NZ 3rd T20I: হ্যামিলটনে বিরাট রেকর্ডের হাতছানি কেএল রাহুল ও ক্যাপ্টেন কোহলির সামনে

Wed, 29 Jan 2020-10:50 am,

অকল্যান্ডে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। আজ হ্যামিলটনের সিডন পার্কে তৃতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ ভারতের।

আজ জিতলেই নজির গড়বেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম অধিনায়ক হিসেবে নিউ জিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতবেন বিরাট কোহলি।

 

অধিনায়ক বিরাট কোহলি আর ২৫ রান করতে পারলেই ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হবেন তিনি।  টি-টোয়েন্টিতে এমএস ধোনি অধিনায়ক হিসেবে ১১১২ রান করেছেন।

 

সিরিজের প্রথম ম্যাচে ৪৫ এবং দ্বিতীয় ম্যাচে ১১ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বিরাটের সংগ্রহ এখন পর্যন্ত ১০৮৮ রান।  

কেএল রাহুল দুরন্ত ছন্দে রয়েছেন। শেষ তিনটি টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছেন। আজ সিডন পার্কে আর একটা অর্ধশতরান করতে পারলেই ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলবেন রাহুল। গেইল ও ম্যাককালাম দুজনেই টানা চারটি করে হাফ সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link