রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি
বুধবার মোহালিতে দক্ষিম আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫২ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে সাজানো বিরাটের ৭২ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে ২২টি হাফ সেঞ্চুরি হয়ে গেল কোহলির।
বুধবার ৭২ রান করার সঙ্গে সঙ্গে রেকর্ডও গড়লেন কোহলি। ৭১ ম্যাচে ২৪৪১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হলেন।
রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হলেন কোহলি। ৯৭ ম্যাচে রোহিত শর্মা করেছেন ২৪৩৪ রান।
নতুন নজির বিরাট কোহলির। প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই পঞ্চাশের বেশি রানের গড় তাঁর।