EXPLAINED | Virat Kohli Retirement: অনেকে হয়েছে, এবার অবসর নিতেই হবে! বিলেতি ইচ্ছা বাতিল করে বিরাটকে `ঘাড় ধাক্কা`...
প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি, বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। এবার তাঁর লাল বলের কেরিয়ারে সময়ে ফুরিয়ে এসেছে! এমনটাই রিপোর্ট! হতে পারে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টই তাঁর শেষ টেস্ট। জানা যাচ্ছে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি, বিরাটকে নাকি জানিয়ে দিয়েছে যে, অনেকে হয়েছে, আর তাঁরা বিরাটকে রেয়াত করবেন না, অবসর নিতেই হবে...
মেলবোর্ন টেস্টে হারতেই ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। অলৌকিক কিছু না ঘটলে লর্ডসে খেলা হবে না রোহিত শর্মাদের। টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা তৈরি হয়ে গিয়েছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের কথা ভেবে। আগামী জুনে ভারতের নতুন ডব্লিউটিসি সাইকেল শুরু। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া।
জানা যাচ্ছে বিরাট নাকি আগেই টেস্ট অবসরের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছিলেন। ভারত- ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ শুরু ২০ জুন, শেষ ৪ অগাস্ট। বিরাট চেয়েছিলেন ইংল্যান্ডের কেনিংটন ওভালে খেলেই টেস্টকে আলবিদা বলতে। তবে আগরকরের কোম্পানি বিরাটের বিলেতি ইচ্ছা বাতিল করে দিয়েছে বলেই রিপোর্ট। তাঁর আগেই একপ্রকার 'ঘাড় ধাক্কা' দিয়েই বার করে দেওয়া হচ্ছে বিরাটকে!
অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫! এই অস্ট্রেলিয়াতেই কিন্তু কোহলি রীতিমতো শাসন করে গিয়েছেন! আর আজ এই দুর্দশা!
গতবছর নভেম্বরের ঘটনা, ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট টেস্ট শতরান পেয়েছিলেন। মনে করা হয়েছিল রাজা রাজত্বে ফিরেছিলেন পয়মন্ত অস্ট্রেলিয়ায়। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০০ রান! কিন্তু পারথের পর থেকে আবার সেই চেনা হতশ্রী বিরাট! প্রথম টেস্টের পরই অজি পেসারদের কাছে বিরাটকে আউট করা জলভাতের মতো হয়ে গিয়েছে! তাঁরা বুঝে গিয়েছেন অফস্টাম্পের বাইরে পঞ্চম থেকে সপ্তম স্টাম্পে টার্গেট করে বল করতে পারলেই চলবে। বিরাট খোঁচা দিয়ে নিজে উইকেট দিয়ে আসবেন। মাথা খাটাতেও হবে না, আলাদা কসরতও করতে হবে না। এটাই কোহলিকে ফেরানোর সহজ রেসিপি!
সিডনি টেস্টের প্রথম ইনিংসেও সেই একই গল্প। স্কট বোলান্ড গুড লেন্থে পঞ্চম স্টাম্পে বল রেখেছিলেন। কোহলি যথারীতি খোঁচা দেন। বিউ ওয়েবস্টার তৃতীয় স্লিপে মোতায়েন ছিলেন, ঝাঁপিয়ে তালুবন্দি করে নেন ক্য়াচ। যদিও এদিন কোহলি প্রথম ডেলিভারিতেই এরকম খোঁচা দিয়েছিলেন। তবে স্টিভ স্মিথ ক্যাচ নেওয়ার সময়ে মাটিতে হাত ছুঁইয়ে ফেলেছিলেন বলে, কোহলি বেঁচে গিয়েছিলেন শুরুতে। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। ৬৯ বলে ১৭ রান করে আউট হন তিনি! এই নিয়ে কোহলি শেষ ছয় ইনিংসে একই ভাবে উইকেট দিয়ে এলেন। লজ্জার পরিসংখ্যান নাম জুড়েছে কোহলির।