বিতর্ক হলেও কমলা রঙের জার্সি মনে ধরেছে কিং কোহলির
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-গাঢ় নীল জার্সি পরে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জার্সির রং নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তবে রঙের সামঞ্জস্য বেশ ভাল হয়েছে বলে মনে করেন বিরাট কোহলি। একইসঙ্গে জানিয়ে দিলেন, নীলই দলের চিরকালীন রং।
চলতি বিশ্বকাপে নতুন নিয়ম চালু করেছে আইসিসি। ফুটবলের মতো দুটি দল এক রঙের জার্সিতে মাঠে নামতে পারবে না। সেক্ষেত্রে অ্যাওয়ে টিমকে বদলাতে হবে জার্সি।
৩০ জুন বার্মিংহামে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। এবার বিশ্বকাপে আকাশি নীল জার্সিতে নামছে মর্গ্যানবাহিনী। সে কারণে জার্সি বদল করতে হবে ভারতকে। ওই ম্যাচে কমলা রঙের জার্সিতে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জার্সিটি গতকালই অবমুক্ত করেছে বিসিসিআই।
নতুন জার্সিটি নিয়ে নানা মুনির নানা মত। কেউ তারিফ করেছেন, কেউ আবার দেখছেন 'ষড়যন্ত্র'। সাংবাদিক বৈঠকে জার্সি আনুষ্ঠানিক প্রকাশ করে বিরাট বলেন, ''রঙের সামঞ্জস্য পছন্দ হয়েছে। একটা খেলার জন্য পরিবর্তনটা বেশ ভাল''।
বরাবরের মতো জার্সিতে কমলার আধিক্য চেয়ে দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে একটা ম্যাচেই বদল যথার্থা বলে মনে করেন কোহলি। তাঁর কথায়,''একেবারের মতো রং বদল হবে না। চিরকালই নীল আমাদের রং। নীল রঙা জার্সি পরে গর্ব বোধ করি''।
কমলা জার্সি নিয়ে ইতিমধ্যেই গেরুয়াকরণের অভিযোগ তুলে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। কিন্তু বিসিসিআই-এর এক আধিকারি সেই অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কমলা রঙের ছোঁয়া জার্সিতে থাকে। টিটোয়েন্টি জার্সিতেও রয়েছে কমলা রং। দেশের জার্সির রঙের সঙ্গে ভারসাম্য রেখেই ডিজাইন করেছে মার্কিন সংস্থা।