টি-২০ বিশ্বকাপের আগে দল নিয়ে বড়সড় বয়ান দিলেন বিরাট কোহলি
সামনের বছর টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে মাত্র একখানা জায়গা ফাঁকা। বাকি কোনও জায়গাতেই আর কাউকে নেওয়ার কথা এখন টিম ম্যানেজমেন্ট ভাবছে না। অর্থাত্, টিম পুরো সেট হয়ে গিয়েছে। সেখানে নতুনদের জন্য আর কোনও জায়গা ফাঁকা নেই।
বিশ্বকাপের আগে বিরাট কোহলির এমন বড়সড় বয়ান ভারতীয় ক্রিকেট মহলে সাড়া ফেলেছে। একমাত্র একজন পেসারকে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ভাবনা-চিন্তা শুরু করছে।
কোহলি যা ইঙ্গিত দিলেন তাতে জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির জায়গা দলে পাকা। কোহলি এদিন জানালেন, টি-২০ ক্রিকেটে বুমরা ও ভুবির পারফরম্যান্স দারুন। তিনি আরও বললেন, মূলত লড়াইটা রয়েছে পেস বিভাগে।
অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে শামি কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করেন বিরাট। টি-২০ ক্রিকেটে শামির আসল অস্ত্র ইয়র্কার। জানালেন ভারতীয় অধিনায়ক।
২০১৭ সালে শেষবার শামি টি-২০ ম্যাচ খেলেছেন। এদিকে চোট সারিয়ে ফেরার জন্য প্রস্তুত ভুবি। চলতি বছর অগাস্টে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। এদিকে এদিন দীপক চাহারের ব্যাপারেও কোহলির মুখে প্রশংসা শোনা গেল।