Anushka Sharma | Virat Kohli: `আমার সবকিছু`, জন্মদিনে অনুষ্কার অদেখা ছবি পোস্ট বিরাটের...
শতরূপা কর্মকার: জন্মদিনে অনুষ্কার অনেকগুলি অদেখা ছবি পোস্ট করেছেন বিরাট। মাঝেমধ্যেই এই তারকা দম্পতি ঘুরতে যান। সেরকমই কোনও একটি ট্রিপে ব্রেকফাস্ট সারছিলেন অনুষ্কা। কালো পোশাক, মাথায় টুপি, হাতে চায়ের কাপ নিয়ে হাসি মুখে বসে ছিলেন তিনি।
দ্বিতীয় ছবিতে কমলা রঙের বিকিনি গোছের এক পোশাক ও টুপি পরেছিলেন অনুষ্কা। যদিও মাথায় হাত দিয়ে কোনও গভীর চিন্তা করছিলেন তিনি।
এই ছবিটিতে বাচ্চাদের মতো লাগছে অনুষ্কাকে।
হাসিতেই সৌন্দর্য বাড়ে অনুষ্কার। কোনও এক পড়ন্ত বিকেলের ছবি এটি।
খোলা চুলে বরাবরই মিস্টি লাগে তাঁকে। হাওয়ায় চুল উড়ে এলোমেলো হয়ে গেছিল তখনই তোলা ছবি এটি।
এই ছবিটি বেশ মজার। কালো জাম্পশ্যুট, সানগ্লাস আর পায়ে চপ্পল পরে বসেছিলেন অনুষ্কা। দেখে মনে হচ্ছে ভাবনার জগতে ডুবে আছেন তিনি।
একেই বলে পারফেক্ট সান কিসড ছবি।