এবার এই জায়গাতেই নতুন ট্যাটু করালেন বিরাট
ট্যাটুর সঙ্গে বিরাট কোহলির প্রেম অনুষ্কারও আগে থেকে। বহুদিন থেকই হাত সহ শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করাতে দেখা গেছে বিরাট কোহলিকে।
তবে বিয়ের পর এই প্রথমবার, ফের একবার শরীরে নতুন ধরনের ট্যাটু করালেন বিরাট। ইতিমধ্যেই মুম্বইয়ের বান্দ্রার এক ট্যাটু পার্লারে বিরাটের ট্যাটু করানোর ছবি ভাইরাল হয়।
ট্যাটু শিল্পী অল্যান এফ গইস ইনস্টাগ্রামে একটি ট্যাটু করানোর ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও পরে ভিডিওটি তুলে নেন ওই ট্যাটু শিল্পী। তবে ততক্ষণে সেই ট্য়ুটুর ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা গিয়েছে অ্যালন এফ গইস বিরাটের কাঁধে ট্যাটু করছেন।
বিরাটের শরীরের বিভিন্ন অংশেই নাকি এধরনের নানান ট্যাটু করা রয়েছে। সমস্ত ট্যাটুরই নাকি নানান অর্থও রয়েছে। যার মধ্যে কোথাও রয়েছে 'গডস আই', কোথাও বা 'ওম', কোথাও আবার 'ভগবান শিব'।